প্রতিবেদক গাংনী: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাংনীর সাবেক এমপি আমজাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আজফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম, মৎস্য চাষি আব্দুর রাজ্জাক ও আব্দুল জব্বার।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন স্তরের মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

Discussion about this post