Print Date & Time : 2 July 2025 Wednesday 6:37 pm

গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কয় এক নারী নিহত

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে হিরা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনার স্বামী সাজ্জাদুল ইসলাম।

সোমবার (১৬ ডিসেম্বর), দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের গাংনী উপজেলার বামুন্দী-ছাতিয়ান এলাকার হাওড়াপাড়াতে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের বাড়ি মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রামে বলে জানা গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, সাজ্জাদুল ইসলাম ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে গাংনী উপজেলার মটমুড়া এলাকায় মেয়ে-জামাই বাড়ি যাচ্ছিলেন। ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের সজোরে ধাক্কা দিলে পেছনে হিরা খাতুন ড্রাম ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন স্বামী সাজ্জাদুল আলম।
স্থানীয়রা আহত সাজ্জাদুলকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।