মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শীতকালীন পিঠা মেলার আয়োজন করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ পিঠা মেলা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা মেলার উদ্বোধন করেন। এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এসময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদিলা আজহার আরশি, উপজেলা আইসিটি অফিসার আব্দুর রকিব, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, উপজেলার ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকুনুজামান মোকাদ্দেস, বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামান, ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর বহমানসহ জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় স্থান পেয়েছে সন্দেশ পিঠা, বাটারফ্লাই পিঠা, অক্ষর পিঠা, কুঁচি পিঠা, জামাই পিঠা, শামুক পিঠা, পাঠিসাপটা পিঠা, চিতই পিঠা, বিস্কুট বিঠা, কুমড়া পিঠা, দুধ পিঠা, ভাপা পিঠা, পাকান পিঠা, নিলকি পিঠা, পুলি পিঠা ও নকশি পিঠাসহ প্রায় অর্ধশতাধিক পিঠার সমাহার।
প্রিন্ট করুন
Discussion about this post