Print Date & Time : 24 August 2025 Sunday 11:06 am

গাংনীতে দুইটি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা ও জরিমানা

গাংনী প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান ও শুকুরকান্দি এলাকায় তিন ফসলি জমিতে গড়ে ওঠা দুইটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে বন্ধ ঘোষণার পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করে প্রশাসন।

এ সময় ছাতিয়ান গ্রামের সিবিএল ইটভাটার মালিক তারিকুল ইসলামকে এক লাখ টাকা ও শুকুরকান্দি এলকার জোয়ার্দার ভাটার মালিক মনিরুজ্জামানকে এক লাখ টাকা জরিমানা করা করা হয়।
এছাড়াও ইটভাটা দুটি বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৬ ধারা লংঘন করার অভিযোগে দুটি ইটভাটাতে অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা করা হয় এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার সকল অবৈধ ইটভাটাতে অভিযান চালানো হবে।

এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাসরিন সুলতানা। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন গাংনী থানা পুলিশের একটি টিম।