মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নকল পণ্য বিক্রিত দায়ে গাংন বাজারের স্মরণিকা কসমেটিকের স্বত্বাধিকারী আবির হোসেনকে ২০০৯ সালের ৩৭ ধারায় ১০ হাজার টাকা ও হুদা মেডিকেল হল এর স্বত্বাধিকারী নাজমুল হুদা কে ৩৭ ও ৫১ ধারায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মশিউর রহমানসহ, মেহেরপুর পুলিশ লাইনের একদল সদস্যরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ মে ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post