Print Date & Time : 11 September 2025 Thursday 8:48 pm

গাংনীতে দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নকল পণ্য বিক্রিত দায়ে গাংন বাজারের স্মরণিকা কসমেটিকের স্বত্বাধিকারী আবির হোসেনকে ২০০৯ সালের ৩৭ ধারায় ১০ হাজার টাকা ও হুদা মেডিকেল হল এর স্বত্বাধিকারী নাজমুল হুদা কে ৩৭ ও ৫১ ধারায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মশিউর রহমানসহ, মেহেরপুর পুলিশ লাইনের একদল সদস্যরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ মে ২০২৩