Print Date & Time : 8 July 2025 Tuesday 6:42 pm

গাংনীতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে নৌকার অফিস

মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ালী লীগের দলীয় প্রার্থী ডা.এস,এস,এম নাজমুল হক সাগরের নির্বাচনী অফিস পুড়িয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামে নির্বাচনী অফিস পোড়ায় দুর্বৃত্তরা। 

নির্বাচনী অফিসের দ্বায়িত্বে থাকা কর্মী শরিফুল ইসলাম জানান, রাত ১২টার পর তিনি ও তার লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ভোর চারটার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। তবে কে বা কারা এ অগ্নীকাণ্ডের ঘটনা ঘটাতে পারে সে ব্যাপারে নিশ্চিত নয় স্থানীয় লোকজন।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা নির্বাচনী অফিস পুড়িয়েছে। তা সনাক্ত ও দােষীদের আটক করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২২,২০২৩//