Print Date & Time : 22 August 2025 Friday 1:57 am

গাংনীতে নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের কমিটি গঠন

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের মতবিনিময় সভা ও উপজেলা ভিত্তিক কমিটি পূন:গঠন করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাংনী পল্লী উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা ও উপজেলা ভিত্তিক কমিটি পূন:গঠন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লায়লা আনজুমান বানু।

এসময় স্বাগত বক্তব্য সহ প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার ফাইমা আক্তার।

সভায় সর্বসম্মতিক্রমে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু কে সভাপতি, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী ও লায়লা আনজুমান বানু কে সহসভাপতি এবং সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি পূন:গঠন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মউকের প্রোগ্রাম অফিসার গোলাম আম্বিয়া ও আবুল কালাম।

টি//দৈনিক দেশতথ্য//২৩ সেপ্টম্বর,২০২৪//