মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীতে পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ছে।
পল্লী সঞ্চয় ব্যাংক গাংনী উপজেলা শাখার আয়োজনে উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১টার দিকে জুগিন্দা পশ্চিমপাড়ায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, মেহেরপুর জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার সাইফুল ইসলাম, জুনিয়র অফিসার আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জেসমিন আক্তার ও জুনিয়র অফিসার আমিরা হামজা। উঠান বৈঠকে জুগিন্দা গ্রাম উন্নয়ন সমিতির ৬০ জন নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।