Print Date & Time : 3 August 2025 Sunday 9:08 am

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে পুকুরের পানিতে ডুবে ফারদিন হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশু ফারদিন হাড়িয়াদহ গ্রামের উত্তরপাড়ার ফরজ আলীর ছেলে। ফারদিন স্থানীয় পূর্বমালসাদহ মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র।

শুক্রবার (১৬ জুন) দুপুর ১টার দিকে গ্রামের জনৈক ইউনুস আলীর পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ফারদিন পরিবারের কাউকে না জানিয়ে একা একা পুকুরে গোসল করতে নামে। পুকুরে নেমে সাাঁতার না জানায় সে পানির নিচে ডুবে যায়। পরে তাকে স্থানীয়রা পুকুরের পানিতে ভাসতে দেখে। এসময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//