Print Date & Time : 10 May 2025 Saturday 11:50 am

গাংনীতে পু‌লিশ পরিচয়ের প্রতারক আটক

মেহেরপুরের গাংনীতে প্রতারণার অভিযোগে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৮) নামের একজন প্রতারক কে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে র‌্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি টীম তার নিজ বাড়ি গাংনী থানাধীন আকুবপুর থেকে তাকে আটক করে। সে ওই গ্রামের উসমান খাজা’র ছেলে।

গাংনী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক জানান, জাহিদ বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে চাবিসহ একটি সরকারি পুরাতন হ্যান্ডকাপ, বাংলাদেশ জেল লেখা একটি কালো রঙের বেল্ট, বিজিবি’র ফিল্ডক্যাপ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি ফিল্ড ক্যাপ, খেলনা পিস্তল যার ভিতরে চাকু সংযুক্ত ম্যাগাজিন রয়েছে, পুলিশ লেখা সম্বলিত একটি মাস্ক, দুটি সিম কার্ডসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ প্রতারণাসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকান্ড সংঘটন করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।
জাহিদের বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১০ ফেব্রুয়ারী ২০২৩