গাংনী প্রতিনিধি: টিসিবি কার্ডধারী ভ্যান চালককে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় মেহেরপুরের গাংনীর সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারাসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার রাতে আইনি প্রতিকার পেতে অভিযোগটি দায়ের করেন জোড়পুকুরিয়া ঈদগাঁ পাড়ার রেজাউল হকের ছেলে ভ্যান চালক আহত আরিফ হোসেন।
বিবাদীরা হলেন, গাংনী উপজেলা সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারা ও হিজলবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে জাফিরুল ও মন্টুর ছেলে মোস্তফা।
লিখিত অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী আরিফ হোসেন টিসিবি কার্ড অনলাইন করার জন্য জমা দেন। পরে কার্ড ফেরত চাইলে জাফিরুল ও মোস্তফা একশত টাকা দাবি করে। টাকা না দিলে কার্ড ফেরত দিবেনা বলে জানিয়ে দেন তারা। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গালিগালাজ শুরু করে গালিগালাজ করতে নিষেধ করলে প্যানেল চেয়ারম্যান আসমা তারার ইন্ধনে মোস্তফা তাকে মারধর করে এবং জাফিরুল অফিসের ভিতর থেকে জিআই পাইপ দিয়ে মাথার উপর আঘাত করে । আরিফ মাটিতে পড়ে গেলে জাফিরুলের হাতে থাকা জিআই পাইপ দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ী ভাবে মারপিট করে। পরে আরিফের চিৎকার শুনে স্বাক্ষী সহ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করান।
ভ্যান চালক আরিফ হোসেন বলেন, আমার মাথা ফাটিয়ে দেওয়া ও মারধরের ঘটনায় দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি। আমার এই ঘটনায় অভিযুক্তরা শাস্তি পেলে আর কোন টিসিবি কার্ডধারী মারধরের শিকার হবেনা।
তিনি আরো বলেন, থানায় অভিযোগ দিতে আসার পথে জোড়পুকুর বাজারে প্যানেল চেয়ারম্যান আসমা তারার সহযোগীরা একটি ঘরে আটকিয়ে রেখে সমঝোতা করার জন্য চাপ প্রয়োগ করেন। পরে সমঝোতায় রাজি না হলে শেষ পর্যন্ত তারা আমাকে ছেড়ে দেয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, আরিফ হোসেন নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, ইতোমধ্যে প্যানেল চেয়ারম্যান আসমা তারার সাথে এঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। অসহায় ভ্যান চালককে মারধরের ঘটনা কাম্য নয়। অবশ্যই এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট করুন
Discussion about this post