Print Date & Time : 4 July 2025 Friday 6:21 pm

গাংনীতে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীতে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকাল ৫-টার দিকে উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেজাউল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
কর্মীসভায় সদস্য সংগ্রহ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ইনসারুল হক, রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদাল হক, বিএনপি নেতা সেন্টু, বিএনপি নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা সালাউদ্দিন, বিএনপি নেতা জাফর আকবর,বিএনপি নেতা রহিদুল ইসলাম মাস্টার, বিএনপি নেতা আখতারুজ্জামান লাভলু মাস্টার,বিএনপি নেতা নুরুল হুদা, বিএনপি নেতা খোরশেদ আলম খুশি, কালু মেম্বার,আব্দুল জব্বার সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।