Print Date & Time : 13 March 2025 Thursday 2:59 pm

গাংনীতে বিএনপির ৩ কর্মী গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক আইনে মামলায় বিএনপির ৩ জন কর্মীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার (০৭ এপ্রিল) দিবাগত রাতে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চেংগাড়া গ্রামের নঈমদ্দীনের ছেলে নুরুল ইসলাম, তেরাইল গ্রামের মৃত জবেদ আলী বিশ্বাসের ছেলে নওশাদ আলী এবং এলাঙ্গী গ্রামের‌ মোহাম্মদ আলীর ছেলে বজলু।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, গাংনী পৌর এলাকার উত্তরপাড়াস্থ পরিত্যক্ত মৎস্য খামারের মধ্যে দুটি বোমার বিস্ফোরণ ও ঘটনাস্থল থেকে ৩টি বোমা উদ্ধারের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিম্ফোরক আইনে একটি মামলাটি দায়ের করেন।

তিনি আরো জানান, শুক্রবার (০৭ এপ্রিল) দিবাগত রাতে গাংনী থানা পুলিশের এস আই মাসুদ এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ওই মামলায় উপজেলার চেংগাড়া গ্রামের বিএনপির নেতা নুরুল ইসলাম, তেরাইল গ্রামের নওশাদ আলী ও এলাঙ্গী গ্রামের বজলুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ এপ্রিল ২০২৩