মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীর কাথুলী ইউনিয়নের দুটি ওয়ার্ডের বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কাথুলী ইউনিয়নের ধলা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক।
৪ নম্বর ওয়ার্ডের (রামকৃষ্ণপুর) সভাপতি হিসেবে নুরুল হুদা ও সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন নির্বাচিত হন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ সভাপতি আব্দাল হক।
এসময় বিএনপি নেতা রুহুল আমিন, বিএনপি নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা সালাউদ্দিন, বিএনপি নেতা রহিদুল ইসলাম মাস্টার, বিএনপি নেতা সাহেব আলী সেন্টু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আখতারুজ্জামান লাভলু মাস্টার, বিএনপি নেতা রুহুল আমিন কালু, বিএনপি নেতা খোরশেদ আলম খুশি, রবিউল ইসলাম, ফেরদৌস ওয়াহেদ, আব্দুল ওহাব সহ বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ৫ নম্বর ওয়ার্ড (রাধাগোবিন্দপুর ধলা) কমিটি গঠনে একাধিক প্রার্থী হওয়ায় পরবর্তীতে গাংনী কার্যালয়ে ভোট হবে এমন সিদ্ধান্ত জানিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post