প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ডাকুকে অস্ত্রসহ গ্রেফতারের নাটক সাজানো হয়েছে- এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে গাংনী উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গাংনী হাসপাতাল বাজারে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, গোলাম মোস্তফা ডাকু স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক ছিলেন। খালেদা জিয়ার নেতৃত্বাধীন আন্দোলনের সময় তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা হয়েছিল, তবে কখনো তাকে অস্ত্রসহ গ্রেফতার দেখানো হয়নি। এবার ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র উদ্ধার দেখিয়ে গ্রেফতারের নাটক সাজানো হয়েছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
বিবৃতিতে অভিযোগ করা হয়, বিএনপি নেতা-কর্মীদের মনোবল ভেঙে দেওয়া ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এ ধরনের গ্রেফতার প্রহসন মঞ্চস্থ করা হচ্ছে।
গাংনী উপজেলা ও পৌর বিএনপি অবিলম্বে গোলাম মোস্তফা ডাকুর নিঃশর্ত মুক্তি দাবি করেছে। একইসঙ্গে এ ষড়যন্ত্রে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষকদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহাবুব, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, বিএনপি নেতা শাহাজাহান সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Discussion about this post