গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের সদস্যদের স্বাক্ষর জাল করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা তারার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিষদের ৭ জন সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আজ রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাহারবাটি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা তারা বলেন, সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ও দশ জন ইউপি সদস্যদের স্বাক্ষরে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকেই ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিবুল ইসলামসহ কয়েকজন আমার বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্র করে আসছে। তারই অংশ হিসেবে গত ১৩ জানুয়ারি গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে ইউপি সদস্যদের স্বাক্ষর ও সীল জাল করে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অনাস্থা ও অপসারণের দাবি জানিয়ে লিখিত আবেদন করেছে। যা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি এই যড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সাহারবাটী ইউনিয়ন পরিষদের সচিব ফয়সাল আহমেদ, ইউপি সদস্য আবুল বাশার, বশির উদ্দিন, নজরুল ইসলাম, আকরাম হোসেন, ফেরদৌসী ও জরিনা খাতুন।
এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা তারার বিরুদ্ধে যড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
প্রিন্ট করুন
Discussion about this post