মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীর সাহারবাটী ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকাল ৮ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণের উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান আসমা তারা। এসময় অসহায় ও দুস্থ ৩ হাজার ৬৩৫ জনের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ভিজিএফের চাল পেয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন দুস্থ ও অসহায় মানুষ।
চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের সবিচ ফয়সাল আহমেদসহ অত্র ইউপির বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন।

Discussion about this post