প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা কর্তৃক চতুর্থ পর্যায়ে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩৯ হাজার ৩৬৫ টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। তারই অংশ হিসাবে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৪৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলাে জমিসহ ঘর।
বুধবার (২২ মার্চ) সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে ৪৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।
বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সাত জেলার (মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা) সব উপজেলাসহ সারা দেশের ১৫৯ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন।
হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামিম। এমপির প্রতিনিধি মনিরুজ্জামান আতু, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২২ মার্চ ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post