Print Date & Time : 10 May 2025 Saturday 12:29 am

গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মাহাবুল ইসলাম, গাংনী: অবৈধভাবে গ্যাসের ব্যবসা পরিচালনার অপরাধে মেহেরপুরের গাংনীতে মেসার্স পরস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার তেরাইল বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে এলপিজি গ্যাসের ব্যবসা পরিচালনা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স পরস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ৪, ২০২৫//