গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে র্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক ২জন আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো গাংনী উপজেলার বাওট গ্রামের মহিবুল হকের ছেলে সাহাবুর রহমান মিন্টু (৪০) ও শাহ আলম ওল্টু (২৮)।
রবিবার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খুলিশাকুন্ডি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের জনৈক সাইদুর আরেফিন (আসামীর আত্মীয়) এর বাড়িতে অভিযান চালানাে হয়। অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এনামুল হকের নেতৃত্বে তাদের আটক করে র্যাবের একটিদল।
ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, গাংনী উপজেলার বাওট গ্রামের নাহারুল ইসলাম এর সাথে গ্রেপ্তারকৃত আসামিদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছিল।
সেই সূত্র ধরে গত ৬ আগস্ট রাত ৯টার দিকে আসামিরা ধারালো হাসুয়া দিয়ে নাহারুল ইসলামকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং ভিকটিমের দুই ছেলের হাত কুপিয়ে জখম করে।
এ ঘটনায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার। মামলার পর থেকে আসামিরা পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট করুন
Discussion about this post