Print Date & Time : 12 September 2025 Friday 9:58 am

গাংনীতে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার সকাল ১০ টায় গাংনীর বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাংনী পৌর ১নং বাঁশবাড়ীয়া ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নুরুন নাহার, সহকারী শিক্ষিকা তহুমিনা খাতুন, হুরে-মদিনা, শাম্মি আরা, রুহিনা তাসমিন, ফারহানা লাইলি ও শারমিন খাতুন।

এছাড়াও গাংনী পৌর ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো: শিপন আলী, ছাত্রলীগ নেতা জামিল হোসেন, লায়েস, জিসান, রানা, শুভ, নয়নসহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ অক্টোবর  ২০২৩