Print Date & Time : 25 August 2025 Monday 10:25 am

গাংনীতে সাঈদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহ্ফিল

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ আগষ্ট) বাদ এশা গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জুগিন্দা জামায়াত ইসলামের পক্ষ থেকে এ মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহ্ফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন হযরত মাওলানা মো: ওয়াহিদুজ্জামান সেলিম, বিশেষ বক্তা হিসেবে আলোচনা রাখেন হাফেজ মাওলানা মো: হাদীসুর রহমান।

এসময় কোরআন ও হাদিসের আলোকে জ্ঞানগর্ভ আলোচনা শ্রবণ ও দো-জাহানের অশেষ নেকী হাসিলের উদ্দেশ্যে এলাকার শত শত ধর্মপ্রান মুসল্লীবৃন্দ মিলাদ মাহ্ফিলে অংশ নেন।

মিলাদ মাহ্ফিল শেষে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ আগষ্ট  ২০২৪