মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার নাইমা ইসলাম ও এক্সট্রা মোহরারকে অপসারণের দাবিতে দলিল লেখকদের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসৃচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) বেলা ১১-টার দিকে গাংনী উপজেলা সাব রেজিস্টি অফিস চত্বরে এই প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসৃচি অনুষ্ঠিত হয়ে।
প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন পিন্টু ও বর্তমান সভাপতি ফাকের আলী। এসময় বক্তব্য রাখেন, কামরুজ্জামান, মীর ফারক, সাদ্দাম হোসেন, রেজাউল হক, আল আমিন হোসেন, নুর ইসলাম প্রমুখ।
বক্তারা জানান, গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার নাইমা ইসলাম যোগদানের পর থেকে জমি ক্রয় বিক্রয়ে হয়রানি ও জনদুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের।
দলিল লেখকরা প্রতিদিন ১০০ দলিল প্রস্তুত করেন। সেখানে সাব রেজিস্ট্রার নাইমা ইসলাম প্রতিদিন মাত্র ৩০ থেকে ৪০ টি দলিল রেজিস্ট্রি সম্পন্ন করেন।
প্রতিদিনের দলিল প্রতিদিন রেজিস্ট্রি না হওয়ায় ভোগান্তির মধ্যে পড়েছে ক্রেতা বিক্রেতারা, গাংনী সাব রেজিস্ট্রি অফিসে প্রতিদিনের প্রস্তুতকৃত অন্তত ৬০টি দলিলের ফাইল চাপা পড়ে থাকে। যার কারণে সাধারণ মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে।
একটি জমি রেজিস্ট্রি করতে এক সপ্তাহ ধরে গাংনী সাব রেজিস্ট্রি অফিসে ধরনা দিতে হচ্ছে। এছাড়াও দলিল লেখকদের সাথে অসদাচরণ করার অভিযোগ রয়েছে।
প্রতিদিনের প্রস্তুতকৃত দলিল প্রতিদিন রেজিস্ট্রি এবং এই কর্মকর্তাকে অপসারণ করে নতুন সাব রেজিস্টারের দাবি জানিয়েছেন দলিল লেখক সমিতির সদস্যরা।
এহ/06/11/24/ দেশ তথ্য

Discussion about this post