Print Date & Time : 13 September 2025 Saturday 12:55 pm

গাংনীর ঈদ মার্কেটে ছিনতাইকারীদের উৎপাত

গাংনী উপজেলা সদরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বাড়ছে মানুষের ভীড়। এই সুযোগের সুবিধায় বাড়ছে ছিনতাইকারীদের দৌরাত্ম।
গতকাল বুধবার গাংনী বাজারের আমিরুল মার্কেটে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক রমনী। তিনি কদমতলা খোকসা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।
বিউটি খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, ঈদের কেনাকাটার জন্য আমিরুল মার্কেটে বাবলুর দোকানের সামনে ভীড়ের মধ্যে পড়ি। এসময় এক ছিনতাইকারী আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে উধাও হয়ে যায়।

বাজার কমিটির সভাপতির সহায়তায় সিসি ক্যামেরার ছবি চেক করা হয়। এতে হিজাব পরা এক নারীকে ছিনতাই করতে দেখা যায়। কিন্তু হিজাবের কারনে তাকে ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বাজারের একটি গলি থেকে ব্যাগ ও এন্ড্রয়েড ফোনটি উদ্ধার করা হয়। ব্যাগে থাকা ১৫ হাজার টাকা পাওয়া যায়নি। 

বাজার কমিটির সভাপতি শাওন বলেন ঈদ বাজারে ছিনতাইসহ সকল ধরনের সমস্যা এড়াতে সকলকে সতর্ক থাকতে আহ্বান জানান।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাককে ফোনে পাওয়ানি। তবে থানার ডিউটি অফিসার এসআই সইবুর রহমান বলেন এ ধরনের অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি।
বাজার কমিটির সভাপতির ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দেখেছেন। ঈদকে কেন্দ্র করে গাংনী থানা পুলিশের টিম টহলরত অবস্থায় রয়েছে। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।  

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৩,২০২৩//