মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনীস্থ র্যাবের অভিযানে শেখ লুৎফর রহমান জুয়েল (৩৩) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত লুৎফর রহমান জুয়েল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকার আব্দুল ওহাবের ছেলে।
সােমবার (১৮ মার্চ) দিবাগত রাতে চুয়াডাঙ্গা পৌরসভার কেদারগঞ্জ বাজারের মহিলা কলেজ রোডে অবস্থিত ইফতি ট্রেডার্স এ্যান্ড ক্রাউন সিমেন্ট দোকানের সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কমান্ডার এএসপি মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি চৌকষ দল তাকে গ্রেফতার করে।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান। র্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকার আব্দুল ওহাবের ছেলে শেখ লুৎফর রহমান জুয়েল বিভিন্ন মেয়াদে ১২টি মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত পলাতক আসামী। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সাতক্ষীরার কালিগঞ্জ থানায় তাকে হস্তাস্তর করা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৯ মার্চ ২০২৪

Discussion about this post