Print Date & Time : 12 September 2025 Friday 10:44 pm

গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মোহেরপুরের গাংনীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার রেজাউল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ মহসিন আলী, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, যুব মহিলা লীগের সভানেত্রী লাইলা আরজুমান বানু শিলা, যুব মহিলা নেত্রী ও গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাসার, সাহারবাটী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু, হিজড়া সংগঠনের নেতা নুপুর। সমাবেশ পরিচালনা করেন গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী-পুরুষ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ অক্টোবর ২০২৩