Print Date & Time : 10 May 2025 Saturday 12:54 pm

গাংনী ডিগ্রী কলেজের হিসাব সহকারী রবিউলকে পিটিয়ে জখম

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী সরকারী ডিগ্রী কলেজের হিসাব সহকারী রবিউল ইসলাম (৫০) কে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

আহত রবিউল গাংনী উপজেলার মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে গাংনী সরকারী ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার রবিউল ইসলাম জানান, চৌগাছা গ্রামের তরিকুল ও সজিব তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন।

তবে নিরাপত্তার অভাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন না বলেও জানান আহত রবিউল ইসলাম।

স্থানীয়রা জানান, রবিউল কলেজ গেটের বাইরে আসলেই তরিকুলসহ কয়েকজন যুবক তার গতিরোধ করে গালিগালাজ করে ও কিল ঘুষি মারতে থাকে।

এরই এক পর্যায়ে তরিকুল রাস্তার পাশে পড়ে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করলে রবিউল রক্তাক্ত জখম হন। খবর পেয়ে কলেজর শিক্ষক, কর্মচারী ও স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

আহত রবিউল ইসলাম জানান, তার সাথে কারো কোন শত্রুতা নেই। শুধু মাত্র আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে এই হামলা করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনায় রবিউল ইসলাম কোন অভিযোগ করবেন না বলেও জানান তিনি।

এহ/06/11/24/ দেশ তথ্য