Print Date & Time : 24 August 2025 Sunday 11:55 pm

গাংনী স্বপ্ন কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে ইফতার মাহফিল

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনী স্বপ্ন কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

চলমান ২০২৪ সালের কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষায় গাংনী স্বপ্ন কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার থেকে উত্তীর্ণ শিক্ষার্থী আশিক ও আখি এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় গাংনী উপজেলা শহরের বনবিভাগ পাড়াস্থ স্বপ্ন কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অত্র ভাষা শিক্ষা সেন্টারের পরিচালক হাসানুজ্জামান হাসান সহ সেন্টারের শতাধিক শিক্ষার্থী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

এর পূর্বে উক্ত সেন্টারের উত্তরোত্তর সফলতা এবং পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো: শাহিন আলম।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২২ মার্চ ২০২৪