সোমবার সকালে কালের কণ্ঠ শুভসংঘের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ রাফি এতিম শিশুদের হাতে কম্বল দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান রণি, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সাগর, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম মিয়া নূর সহ অন্যরা।
দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন দুস্থ ও অস্বচ্ছল রোগীদের মধ্যে কম্বল বিতরণ করে শুভসংঘের কর্মীরা।
কম্বল পেয়ে বেলকার শাজাহান মিয়া (৫৫) বলেন, এই কম্বল হাসপাতালোত যেমন কামে লাগবে তেমনি বাড়িতও গায়োত দিব্যার পামো। বাঁচি থাকেন তোমরা পেপারের লোকগুল্যা।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে স্থানীয় চল্লিশজন বীর মুক্তিযোদ্ধাদের শরীরে উপহার হিসেবে কম্বল জড়িয়ে দেয় শুভ সংঘের কর্মীরা। এটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন ও শুভ সংঘের উপজেলা সভাপতি নূর মোহাম্মদ রাফি।
কম্বল নিয়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেন, প্রাণ ভরে দোয়া করি বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠ শুভসংঘের সকলের জন্য। সেই করোণাকাল থেকে এখন পর্যন্ত তারা যে ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, তার তুলনা মেলা ভার!
উল্লেখ্য, গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় জেলা কমিটির তত্ত্বাবধানে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
প্রিন্ট করুন
Discussion about this post