Print Date & Time : 13 March 2025 Thursday 6:36 am

গাছের সাথে পিকনিকের বাসের ধাক্কা: নিহত ২

লোহাগাড়ায় গাছের সাথে পিকনিক বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের আরও ২১ যাত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর হাজির রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অভিজিৎ ও সাখাওয়াত ছিদ্দিক। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজারমুখী দ্রুতগতির সৌদিয়া বাসটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এরপর মহাসড়কের দক্ষিণ পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে বাসটি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন বাসের আরো ২১ যাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই সুমন রহমান।

তিনি জানান, যাত্রীবাহী পিকনিকের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। দ্রুতগতির কারণে বাসটি পৌঁছলে উল্টে যায়। এ সময় দুজন যাত্রী নিহত ও ২১ যাত্রী আহত হন। মরদেহ ও গাড়ি উদ্ধার করে হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বা//দৈনিক দেশতথ্য//১১ নভেম্বর, ২০২২//