গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট বড় মসজিদ প্রাঙ্গণে কয়েকটি ইসলামী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল সাহেববাজার জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে কামারুজ্জামান চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েকশ মুসল্লি অংশগ্রহণ করেন।
এর আগে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে হাদিস জামায়াত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা এসএম আব্দুল লতিফ, জাতীয় ইনসাফ পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম আযম, বাংলাদেশ আহলে হাদিস ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌহিদ বিন তোফাজ্জল হক, জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলার সভাপতি মাওলানা মাহমুদ মোস্তফা আল মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post