ফিলিস্তিনের গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসকে উৎখাতের পর সেখানকার ভবিষ্যৎ নিয়ে ‘গোপনে’ চিন্তা-ভাবনা শুরু করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা । গাজার পরিস্থিতি ও শাসনকাঠামো নিয়ে সম্ভাব্য কয়েকটি নীল রূপরেখা প্রণয়ন করছেন। এর মধ্যে রয়েছে জাতিসংঘ-সমর্থিত সম্ভাব্য অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা এবং এই পরিকল্পনা বাস্তবায়নে আরব বিশ্বের দেশগুলোকে সম্পৃক্ত করা। তবে তাদের এই নীল নকশার পরিকল্পনায় আরব দেশগুলোকে পাশে পাওয়া অতো সহজ হবেনা।।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে
গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীল পরিকল্পনার ছকের তথ্য প্রকাশ হয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এসব সূত্রের মতে, এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর এই পরিকল্পনার অনেক কিছুই এখন নির্ভর করছে গাজায় সামনে কী ঘটতে চলেছে— বিশেষ করে ইসরায়েলি স্থল হামলায় কতটা সাফল্য মিলবে তার ওপর। এছাড়া এই ধরনের যেকোনো সম্ভাবনার জন্য এই অঞ্চলের চারপাশের আরব দেশগুলোর সমর্থন অতি প্রয়োজন হবে; যা কোনোভাবেই নিশ্চিত নয়।
ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যে গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলি সরকারের একটি গোপন নথি ফাঁস হয়েছে। নথিটি ফাঁস হওয়ার পরপরই এ নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। ১০ পৃষ্ঠার বিতর্কিত এই নথিটি ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রণালয় তৈরি করেছে বলে দাবি করেছে উইকিলিকস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পরের সপ্তাহে এই নথিটি এক্সে ফাঁস করে প্রতিষ্ঠানটি।
ফাঁস হওয়া এই নথিটি বিশ্লেষণ করে বুধবার (১ নভেম্বর) একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ফাঁস হওয়া নথি অনুযায়ী, গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের মিসরের সিনাই উপত্যকায় পাঠানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের মিসরে পাঠানোর কৌশল হিসেবে গাজায় স্থল আক্রমণ শুরুর আগে উত্তর গাজা খালি করে তাদের দক্ষিণ গাজায় সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল।
এরপর উত্তর গাজা থেকে অভিযান শুরু করে দক্ষিণ গাজার দিকে অগ্রসর হবে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনিরা যেন সহজে মিসরে পালিয়ে যেতে পারে সে জন্য দক্ষিণ গাজা সংলগ্ন রাফাহ সীমান্ত ক্রসিংটি খোলা রাখা হবে।ফিলিস্তিনিদের সেখানে বসবাসের জন্য মিসরের সিনাইয়ের উত্তরাঞ্চলে তাঁবু স্থাপন এবং শহর নির্মাণের পরিকল্পনাও করা হয়েছে।
ফাঁস হওয়া এই নথিটি প্রথমে মেকোমিট নামে একটি হিব্রু ওয়েবসাইট প্রকাশ করে। নথিটির সত্যতা তারা ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রণালয় থেকে যাচাই করেছে বলেও দাবি করেছে মেকোমিট।
দৈনিক দেশতথ্য//এইচ//