গাজীপুরে বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার ও যৌবনের কবি হেলাল হাফিজ প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় গাজীপুর আইডিয়াল কলেজে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
‘পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্টের’ কবি ও রবীন্দ্র সঙ্গীত শিল্পীর সশ্রদ্ধ-স্মরণ অনুষ্ঠানে কবি ও শিক্ষক মন্ডল মাধব চন্দ্রের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক অসীম বিভাকর, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, জনাব মুকুল কুমার মল্লিক অধ্যক্ষ, ভাষা শহিদ কলেজ, জনাব লিয়াকত চৌধুরী, সংস্কৃতিজন ও সমাজ চিন্তক,জনাব মো: মনিরুজ্জামান , সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, গাজীপুর সরকারি মহিলা কলেজ, রিতা ব্রহ্ম সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ মিজানুর রহমান মহিলা কলেজ, ও কোষাধ্যক্ষ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত পরিষদ গাজীপুর শাখা, জনাব মেজবাহ উদ্দিন, কবি ও উপন্যাসিক, জনাব রিপন বাসার কবি, উপন্যাসিক ও গোলাম মাওলা, ছাত্র নেতা।
উক্ত অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন কবি হেলাল হাফিজের সহচর কবি রাহাত রব্বানী। আলোচনায় কবির ‘যে জলে আগুন জ্বলে’ ও ‘বেদনাকে বলেছি কেঁদো না’ কাব্যগ্রন্থদ্বয়ের বিখ্যাতসব কবিতার বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে নিষিদ্ধ সম্পাদকীয়, ফেরিওয়ালার মতো কবিতা আবৃত্তির সাথে কবি জীবনে হেলেনের ভূমিকাও আলোচিত হয়।
স্বাগত বক্তব্যে অসীম বিভাকর কণ্ঠশিল্পীর কর্মময় জীবন নিয়ে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন টি এস মাইনুল, নিতু চৌধুরী। জয়দেবপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাড়াও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো।
Discussion about this post