Print Date & Time : 25 August 2025 Monday 12:49 am

গাজীপুরে কৃষকের ৮ গরু চুরি

আবু সাঈদ গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া উপজেলার কৃষকের গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি হয়েছে।

রবিবার ভোর ৪ টা থেকে ৫ টার ভিতরে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কৃষকেরা।

শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের বিউটি আক্তারের তিনটি ও কাপাসিয়ার বামনখলা গ্রামের হারন মিয়ার গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি হয়েছে।

বামনখলা গ্রামের চান মিয়ার ছেলে হারুন বলেন, আজ রবিবার ভোর রাত আনুমানিক ৪ টার দিকে আমার গোয়াল ঘর থেকে পাঁচ গরু চুরি হয়েছে।এগুলো আমি কোরবানির জন্য পালন করেছি। আমি সন্ধ্যায় গরু গুলোকে খাবার দিয়েছি। রাত ২:৩০ মিনিটে আবারও খাবার দিছি। সব কি ঠিক আছে দেখে ঘুমাতে যাই। ভোরে উঠে দেখি গরু চুরি হয়েছে।

প্রতিবেশী জামাল সিকদার ও রশিদ সিকদার বলেন,আমাদের গরুর দরি খুলে পিক-আপ ভানে উঠানোর সময় খোঁজ পেয়ে ধাওয়া দিলে গরু রেখেই চলে যায়।

বিউটি আক্তার জানান, ভোর ৪:৩০ দিকে যেকোনো সময় আমার বসতবাড়ির গোয়ালঘরের ভিতর হতে অজ্ঞাতনামা চোরেরা একটি ছাই রঙের দুধের গাভী যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার, একটি সিন্ধী লাল রঙের গাভী ষাঁড় বাজার মূল্য ১ লাখ টাকা ও একটি ষাঁড় বাছুর যার বাজার মূল্য ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

তরগাও বামনখলা গ্রামের ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, পরিবারের সদস্যদের আর কিছু রইলোনা। ঘটনাস্থলে পুলিশ এসেছিলো।

কাপাসিয়া থানার (ওসি) মো. আবু বকর মিয়া জানান, গরু চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//