গাজীপুর সংবাদদাতা : গাজীপুরে উনিশ দফা দাবি জানিয়ে গাজীপুরের টঙ্গীতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক ঔষুধ উৎপাদন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
রবিবার সকাল ১০ টার দিকে টঙ্গীর তিস্তা গেট এলাকায় কারখানাটির প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ হয়। বিক্ষুব্ধ প্রায় দুই হাজার ৫০০ জন শ্রমিক কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে।
শ্রমিকদের উনিশ দফা হলো, সাধারণ শ্রম ঘন্টা হতে হবে আট ঘন্টা,নির্বাচনের মাধ্যমে শ্রমিক ইউনিয়ন গঠন,অস্থায়ী শ্রমিকদের ছয় মাসের মধ্যে চাকুরিতে স্থায়ীকরণ,স্থায়ী শ্রমিকদের বেতন ২০ হাজার ৫০০ টাকা ও অস্থায়ী শ্রমিকদের হাজিরা, বোনাস ও ঈদ বোনাস পাঁচ হাজার টাকা,নৈশকালীন কাজের মজুরী পাঁচ’শ টাকা,প্রতি বছর শেষে উৎপাদন বোনাস প্রদান,ছুটির হয়রানি বন্ধ,পরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগ,শ্রমিকদের বেতন আশি শতাংশ বৃদ্ধি, জমাকৃত ছুটির টাকা শ্রম মজুরী অনুযায়ী প্রদানসহ আরো আট দফা দাবি।
কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা আসিফ হাসনাত বলেন ,শ্রমিকদের সকল দাবি যৌক্তিক নয়।আমরা তাদের অধিকাংশ যৌক্তিক দাবি মেনে নিয়েছি। সমস্যা সমাধানের চেষ্টা করছি।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।আমরা কারখানায় এসেছি।মালিকের সাথে আলোচনা চলছে।