“বন্ধুত্বের আহবানে, মিলেছি প্রাণে প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর জেলা এসএসসি -৮৬র বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মহানগরের সালনা মৈশানবাড়ি এলাকায় বিস্তৃত নামির গ্রিন রিসোর্ট চত্বরে ওই মিলন মেলা অনুষ্ঠিত হয়।গাজীপুর ৮৬ বন্ধু সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান সকাল আটটায় মিলন মেলা উদ্বোধন করেন।
প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর মৈশানবাড়ির ওই রিসোর্টৈ গাজীপুরের বন্ধু ছাড়াও জেলার নানা প্রান্ত থেকে এসএসসি ৮৬ বন্ধুরা মিলনমেলায় যুক্ত হন।
সংগঠনের বন্ধু ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন শুরুতে কোরআন তেলাওয়াত করেন। গীতা থেকে পাঠ করেন ৮৬ বন্ধু বিধান চন্দ্র বর্মন । দেশপ্রেমকে ধারণ করে মিলন মেলায় বন্ধুরা পরিবেশন করে জাতীয় সংগীত।
উপহার বিতরণ, ফটোসেশন, আড্ডা গান নাচ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ওই বন্ধু মিলনমেলাকে করে তোলে প্রাণবন্ত। ছিল আকর্ষণীয় রাফেল ড্র।সারাদিনব্যাপী অনুষ্ঠিত মিলনমেলায় ১৯৮৬ সালে এসএসসি উত্তীর্ণ বন্ধুরা বিনিময় করেন পারস্পরিক শুভেচ্ছা। গাজীপুর জেলা এসএসসি ৮৬ সংগঠনের সাধারণ সম্পাদক আজিজ সরদার জানালেন সমাজ ও রাষ্ট্রের জন্য কিছু করার চেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছে এই সংগঠন। এসএসসি ৮৬ রংপুর বিভাগের লালমনিরহাট জয়পুরহাট পঞ্চগড় দিনাজপুর নীলফামারী সহ বিভিন্ন জেলার বন্ধুরা যুক্ত হন ওই মিলনমেলায়।তারা পরিবেশন করে শেকড় ও মাটির গান। অনুষ্ঠানে সকলের কাছে পরিচিত হয়ে তারা খুশি হন। মিলন মেলায় যুক্ত হন টাঙ্গাইল, রাজধানীর উত্তরা, মিরপুর খিলগাঁও, নারায়ণগঞ্জ , যশোর জেলার বন্ধুরাও।
মিলন মেলায় নাট্যকার লেখক বন্ধু মাসুদুল হাসান শাওন ও রুবিনা আক্তারের কন্ঠে উপস্থাপিত কবিতা আবৃত্তি ছিল চমৎকার ।বন্ধু চান মিয়ার সুরেলা আওয়াজের একাধিক গান সবাইকে বিমুগ্ধ করে। গানের তালে তালে উপস্থিত সকল বন্ধুরা নেচে ওঠে আনন্দে।গাজীপুর ৮৬ সংগঠনের যুগ্ম সম্পাদক মেজবা সেলিম ও মনোয়ার আকন্দ অনুষ্ঠান উপস্থাপনা করেন।
মিলন মেলায় বিকেলের আড্ডা ও বিভিন্ন জোনের বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে মুখরিত। স্বাগত ও শুভেচ্ছা জানাতে মিলন মেলায় উপস্থিত বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব মনসুর হোসেন, আশরাফ সিদ্দিকী, মোশারফ হোসেন রবিন, আমজাদ নেওয়াজ, ফারুক আহমেদ, হাসান আজমল ভূঁইয়া, আনোয়ার হোসেন, হাবিল উদ্দিন, রেবেকা সুলতানা, কামরুল হাসান শাকিল, মশিউর রহমান, সোহরাব হোসেন, নজরুল ইসলাম, , আলম , মিলন, মিজানুর রহমান, নীনা মুস্তফা, খুরশিদ জাহান পপি, হাবিবুর রহমান, আজিজুল হক, রাফিজা আহমেদ, এফ এম কামাল হোসেন, উত্তম দাস, সুবল দাসসহ অনেকে। যারা অনুষ্ঠান সফল করতে বিশেষ পৃষ্ঠপোষকতা সহ ভূমিকা রাখেন। সন্ধ্যার পরপরই বক্তব্য রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এসএসসি গাজীপুর ৮৬ বন্ধু আমজাদ নেওয়াজ।
Discussion about this post