হাবিবুর রহমান : আড্ডা,গান,নাচ ভোজন আর গল্পে গল্পে আবার জমে উঠবে গাজীপুর -৮৬ বন্ধু মিলনমেলা। প্রকৃতি ছোঁয়া গাজীপুরের সালনার অদুরে নামির রিসোর্টে এই মেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার ৩১ জানুয়ারি। সকাল আটটা থেকে চলবে দিনব্যাপী।
১৯৮৬ সালে উত্তীর্ণ এসএসসির গাজীপুর বন্ধুরা অংশ নিবে ওই মিলন মেলায়। বছরান্তে এবার
দুশতাধিক বন্ধুর উপস্থিতিতে ওই মেলা হয়ে উঠবে জমকালো। বন্ধু সংগঠন গাজীপুর জেলা এসএসসি ৮৬’র যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ সেলিম জানান, এবার হচ্ছে তৃতীয় বন্ধু মিলন মেলা যেখানে আমরা ভাগাভাগি করবো আনন্দ উচ্ছ্বাস। প্রস্তুতি শতভাগ শেষ। শুক্রবারের অনুষ্ঠান
জমকালো ও আনন্দদায়ক করতে সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মানসুর হোসাইন, উপদেষ্টা মশিউর রহমান, শাকিল, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহ সভাপতি আমিনুল ইসলাম, আমজাদ হোসেন নেওয়াজ, নজরুল ইসলাম, জাকির হোসেন, মিলন , লেখক ও নাট্যকার বন্ধু মাসুদুল হাসান শাওন, সুবল চন্দ্র ঘোষ, উত্তম দাস, কামাল হোসেনসহ অনেকেই স্ব স্ব দায়িত্ব নিয়ে পরিশ্রম করে যাচ্ছেন।
সংগঠন সভাপতি শিক্ষানুরাগী হাবিবুর রহমান জানালেন, প্রতিবছরের মতো এবারও সফল হবে এই আয়োজন। এই আয়োজনের মাধ্যমে বন্ধুদের মধ্যে দৃঢ় হয় বন্ধুত্বের বন্ধন। এবারের তৃতীয় এই মিলনমেলায় যোগদান করবেন জেলার বাইরের বন্ধুরাও। জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজ সরদার।উল্লেখ্য, ২০২১ সালে উন্নয়ন ও সেবার সদিচ্ছা নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে এই সংগঠন।
যার থিম হচ্ছে -“বন্ধুত্বের সুদৃঢ় সেতু বন্ধন”।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post