শাহ্ জামাল ভেড়ামারা: গৃহবধু আনিতা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে নিহতের পরিবারবর্গ।
এসময় নিহতের স্বামী আশিকের পরকীয়া প্রেমের বলি হয়েছে আনিতা উল্লেখ করে স্বামী আশিকের ফাঁসি চান তারা।
শনিবার বিকালে ভেড়ামারার গোলাপনগর মুকুল ক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচীতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার শতাধিক মানুষ অংশ গ্রহন করে। মানববন্ধনে হত্যা কারীর ফাঁসি চায় সহ বিভিন্ন ধরনে ব্যানার, ফেসটুন, প্লাকার্ড শোভা পাচ্ছিল।
ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়’র পার্শে ফারুক সর্দারের কন্য অনিতা খাতুন (২৮)’র বসতবাড়ি। গত ৭ বছর আগে ওই এলাকারই মানিক মিয়ার পুত্র আশিকুর রহমান’র সাথে বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চাকরির সুবাদে তারা ঢাকার সাভারের আশুলিয়ার এ/পি গোরাট নাভানা ভিলেন হলান হাউজে ভাড়া বাসায় থাকতেন।
গত ২৭ অগাষ্ট রাতে খুন হন আনিতা। বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে।
পরে শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করে লাশ দাফন করা হয় কুষ্টিয়ার ভেড়ামারায়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলাও রেকর্ড করা হয়েছে। যার নং ১০৯/২৫ তারিখ ঃ ২৮/০৮/২০২৫।
নিহতের পিতা ফারুক সর্দার মানববন্ধনে অংশ নিয়ে বলেন, আমার জামাই নামধারী পাষন্ড আশিক পরিকল্পিত ভাবে আমার মেয়েকে হত্যা করেছে। লাশ আমাদের কাছে কোন রকম দিয়েই সে পালিয়ে যায়। সে লাশের শেষ কার্যেও সে অংশগ্রহন করেনি। তিনি জানান, আমার মেয়ে পরকীয়া প্রেমের বলি হয়েছে। গত ২ বছরে বিভিন্ন কৌশলে চাপ দিয়ে ৬ লক্ষ টাকাও আশিক হাতিয়ে নিয়েছে। টাকা সঠিক সময়ে দিতে ব্যর্থ হলেই আমার মেয়ের উপর অমানুষিক নির্যাতন চালাতো সে। এরপরও সে আমার মেয়েকে হত্যা করলো।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যাক্তিরা জানান, আনিতা একটি ভালো মেয়ে। কিন্তু পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে আশিক আনিতা কে পরিকল্পিত ভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজায়। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আনিতা হত্যার সাথে যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে ময়নাতদন্তের রির্পোটের পর আশুলিয়া থানায় হত্যা মামলা রেকর্ড করবো।

Discussion about this post