শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:
ডুমুরিয়ার গণহত্যা ৭১ চুকনগর বধ্যভূমি পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী
এ সময় মন্ত্রী বলেন, খুলনার ডুমুরিয়ার চুকনগর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। পুর্ণাঙ্গ চুকনগর বধ্যভূমি বাস্তবায়নে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।
শনিবার (৬ জুলাই) সকালে ডুমুরিয়ার গণহত্যা ৭১ চুকনগর বধ্যভূমি পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা ৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন- এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রানলায়ের সচিব মোঃ নবীরুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরেফিন, খুলনা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, চুকনগর গণহত্যা ৭১ স্মৃতি রক্ষা পরিষদ’-এর সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম,খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুর রহমান, মাহাবুর জামান,আমরা ৭১’এর সাধারণ সম্পাদক হেলাল ফয়েজি, ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ কুমার ঘোষ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন,উপজেলা যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম,আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউনসহ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post