Print Date & Time : 25 August 2025 Monday 6:39 pm

গোদাগাড়ীতে ২০দিন ধরে তরুণী নিখোঁজ

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ২০দিনে ধরে এক তরুনী নিখোঁজ রয়েছেন । পরিবারের ধারণা প্রলোভন দেখিয়ে তরুণীকে পাচার করা হয়েছে।পুলিশ স্থানীয় জানাযায় গোদাগাড়ী পৌর এলাকার কেল্লাবারুই পাড়া গ্রামের আতাবুর রহমানের মেয়ে সাহিদা হক নুপুর(১৮) কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল।

২৮ ফেব্রয়ারী দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্নীয় স্বজনসহ ব্যাপক খোজাখুজির পর ২মার্চ তার মা মাতুয়ারা খাতুন গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারন ডাইরি করেছে।গত ২০দিনেও মেয়ের সন্ধান না পেয়ে আতংকিত হয়ে পড়েছে পরিবারের সদস্যরা।

তার মাতুয়ারা বেগম বলেন তার মেয়ের বিয়ে হয়। সে শশুর বাড়ী থেকে আসার পথে নিখোজ হয়। তার মেয়েকে পাচারের উদ্দোশ্যে অপহরণ করা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল মতিন বলেন,তদন্তের পাশাপাশি মেয়েটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

দৈনিক দেশতথ্য//এইচ//