Print Date & Time : 3 July 2025 Thursday 7:45 pm

গোপালগঞ্জে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপে: কোটালীপাড়া উপজেলা একাদশ চ্যাম্পিয়ন

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি :

তারুণ্যের উৎসব- ২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় কোটালীপাড়া উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল খেলায় কোটালীপাড়া উপজেলা একাদশ ট্রাইব্রেকারে ৫-৪ গোলে গোপালগঞ্জ সদর উপজেলা একাদশকে পরাজিত করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ খেলায় নির্ধারিত সময় কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: গোলাম কবির,গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: এহসানুল হক,জেলা ক্রীড়া অফিসার মো: শাহীন সুলতান রাজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে খেলোয়ারদের সঙ্গে কোটালীপাড়া উপজেলা একাদশেরর জয়ের এই আনন্দ শেয়ার করে সকলকে অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তসহ কর্মকর্তাবৃন্দ।