Print Date & Time : 12 September 2025 Friday 12:43 pm

গোয়াইনঘাটে বিজিবির এ্যাসল্ট মামলার আসামির লাশ উদ্ধার

 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটের হাওর থেকে কামাল উদ্দীন (৪০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামাল গরু চোরাই সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত ও বিজিবি’র দায়ের করা এ্যাসল্ট মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।


মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ভিতরগুল গ্রামের পাহাড়তলী দমদমা হাওর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত কামাল উদ্দীন ভিতরগুল গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। তার বিরুদ্ধে বিজিবি’র দায়ের করা এ্যাসল্ট মামলা রয়েছে, জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে দমদমা হাওরে কামাল উদ্দীনের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারত থেকে অবৈধ পথে আনা গরু চোরাচালানীদের সঙ্গে কামাল উদ্দীনের সম্পৃক্ততা ছিল। সপ্তাহ দিন আগে ভারত থেকে গরু নামাতে গিয়ে বিজিবি তাদের ধাওয়া করে।

ওই ঘটনায় বিজিবি থানায় এ্যাসল্ট মামলা দায়ের করে। ওই মামলারও আসামি কামাল উদ্দীন। ধারণা করা হচ্ছে, বিজিবির ধাওয়া খেয়ে হাওরে সাঁতার কেটে পালাতে গিয়ে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।