Print Date & Time : 24 August 2025 Sunday 11:14 pm

গোরখোদকদের উপহার দিলেন রুশিয়া মেম্বার

ষ্টাফ রিপোর্টার: কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বর রুশিয়া খাতুন আজ বিকাল সাড়ে চারটায় নিজ বাসভবনে  স্হানীয় গোরখোদকদের সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। 

আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা আজগর আলী,খালেক ব্যপারী,শামছুল হক, হালিম মোল্লা,জামাল মাষ্টার হযরত ড্রাইভার,প্রমুখ।

দোয়া পরিচালনা করেন ,মাওলানামুফতি রাশিদুল ইসলাম।  তিন ওয়ার্ডের গোরখোদক দের  উপহার  প্রদান  অনুষ্ঠানে র আয়োজন করে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের সংরক্ষিত(৭” ৮” ৯) মহিলা মেম্বর রুশিয়া খাতুন।

অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক জেলা যুবলীগ নেতা,সমাজ সেবক এফ এম এনামুল হক।

প্রধান অতিথি বলেন গোরখোদা একটি মহৎকর্ম, করোনার সময় এই গোর খোদকরা সমাজের দায়িত্ব পালনে ভুমিকা রেখেছে। মহিলা রুশিয়া খাতুন যে উদ্যোগ নিয়েছে সত্যি তা প্রশংসার দাবিদার, শুধু তাকে ধন্যবাদ দিব না তার মত এই মহৎকর্ম করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে যোগ্যদের সন্মাননা দিতে।

তিন ওয়ার্ডের গোরখোদকদের উপহার সামগ্রী দেওয়া হয়। গোর খোদকরা হলেনসোরহাব,শাজাহান,আবজাল শেখ,সালাম,খলিল,গুলবার,লালন,আজিজুল শেখ,মহিদুল,মজনু শেখ ,শহিদ শেখ, করিম, রাজ্জাক, ফটকে,মিছির আলী। উপহার সামগ্রী পেয়ে গোরখোদকরা দারুন খুশি।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১১ মার্চ ২০২৪