তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলাধীন গোরারাই বাজারে গত রমজান মাসে(৬/৪/২৪) গোলাগুলির ঘটনা ঘটে। ঐ ঘটনায় ৩ জন গুলিবৃদ্ধ হন।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গোরারাই গ্রামের ফরহাদ চৌধুরী(২৭) বাদী হয়ে হালিমপুর গ্রামের রিপন মিয়াকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়, মামলা নং ১১-৮/৪/২৪ইং। পরবর্তীতে ১৬জন আসামি মৌলভীবাজার আদালত থেকে জামিন নেন এবং ৭ জন আসামীিউচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন আনেন। গত ২৯/৫/২৪ইং আগাম জামিন গ্রহন করেন। সেই হিসেবে আজ সোমবার জামিনের মেয়াদ শেষ হলে,আসামীগন মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জগলুল হক এর আদালতে আত্মসমর্পন করলে আদালত তাদের মধ্যে ৩ জনকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।
প্রেরণকৃত আসামীগন হলেন ১/ রিপন মিয়া(৪৩) পিতা বাদশা মিয়া,২/ গিয়াস মিয়া(৪১) পিতা আলা উদ্দিন ৩/ আব্দুস সালাম (৪২) পিতা মুহিব উল্লাহ সকলেই হালিমপুর,মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post