সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশায় মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠান এর পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ সেপ্টেম্বর রোববার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান শিক্ষকের বিগত দিনের বিভিন্ন অনিয়ম ও হয়রানির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহিন আহমদ, আব্দুল আহাদ, জায়েদ আহমদ, এমাদ হোসেন, তাসনিয়া আক্তার মরিয়ম, নাজিরা জান্নাত, নাইম আহমদ, খাদিজা বেগম প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের বিরুদ্ধে অর্থ কেলেংকারী, শিক্ষার্থীদের হয়রানি সহ নানা অনিয়মের অভিযোগ করে তাঁর পদত্যাগ দাবি করেন। বিশেষ করে ক্লাসে ছাত্রীদের নানা কুরুচিপূর্ণ মন্তব্য, আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে নানা ধরনের হুমকির অভিযোগও করা হয়।

Discussion about this post