Print Date & Time : 24 August 2025 Sunday 7:22 am

গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট তরুণের মৃত্যু

সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাব্বি আহমদ (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলীতে এ ঘটনা ঘটলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সোমবার ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাব্বি আহমদ রণকেলি দক্ষিণভাগ গ্রামের শামেল আহমদের পুত্র ও মদিনা থাই এন্ড গ্লাস প্রতিষ্ঠানে কাজ করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কদমগাছের তল সংলগ্ন একটি বিল্ডিংয়ের দুতলায় থাই-এর কাজ করছিলেন রাব্বি আহমদ। 

এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে বিল্ডিংয়ের নিচে পড়ে গেলে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে ৩দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (সোমবার) সকাল ১১টার দিকে মৃত্যু হয়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতা শামেল আহমদ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ মে ২০২৪