গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট বাজার গুলোতে প্রশাসনিক কোন তদারকি না থাকায় নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে সবজির বাজার।
পর্যাপ্ত সরবরাহ থাকলেও লাগামহীন সবজির দাম। প্রতি কেজি ৭০/৮০ টাকার নিচে কোন রকম সবজি মিলছে না। মূলার আটি, ডাটা শাখ, কাঁচা পেঁপে ছিল সবচেয়ে কম দাম, সেটিও শনিবার পর্যন্ত অর্ধ শতক পুরণ করেছে। এখন সব রকম শাক-সবজির দাম উর্দ্ধমুখি।
শনিবার (০৪ নবেম্বর) টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতিকেজি বিক্রি ৭০ থেকে ৮০ টাকা, আলু ৭০ টাকা, পেঁপে ৪০, করলানণ ৮০ , চিচিঙ্গা ৬০, ঢেঁড়শ ৮০, মান ও সাইজ অনুপাতে লাউ ৭০-৮০, জালি কুমরা ৭০, ধুন্দল ৭০, কচুর লতি ৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। যা গেল সপ্তাহের চেয়ে বেশি। এছাড়াও নতুন সবজি হিসেবে মুলা ৪০ টাকা আটি, কচুর মুখি প্রতি কেজি ৮০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, পাট শাক আটি ২০-৩০ টাকা, লাল শাক ৩০-৪০ টাকা আটি বিক্রি হতে দেখা গেছে। তবে বাজারে দোকানের তুলনায় গ্রাম বাংলার হাট বাজারে, ফুটপাতের দোকান গুলোতেও একই দাম থাকায় ক্রেতারা হাটে এসে বিভিন্ন শাক-সবজির দোকানে এপাশ ওপাশ করছে, শেষে কোন রকম একটি মূলার আটি নিয়েই ঘরে ফিরছে নিম্ন আয়ের মানুষ। প্রতি কেজি কাঁচা মরিচ এখন ১৮০ থেকে ২শ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের সরবরাহ প্রচুর থাকলেও কমছে না দাম। দেশি পেঁয়াজ ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে একটু নিম্ন মানেরটা ১৩০-১৩৫ টাকা। ভারতীয় পেঁয়াজও বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
এভাবে গত কয়েক দিন ধরে বেড়েই চলেছে আলু, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সবজির দাম । বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post