মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতাঃ টাঙ্গাইলের ঘাটাইলের পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়।
সন্ধানপুরে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মো. বেলাল ৩হাজার ৪শত ৩২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকে মোছা. মর্জিনা ২হাজার ৬শত ৪৬ভোট পেয়েছেন।
রসুলপুরে নৌকা প্রতীকে আওয়ামী লীগের কাজী মাহবুব উল হক মাছুদ ৮হাজার দুইশত ৭৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমীন ৪হাজার ৮শত ৩৪ভোট পেয়েছেন।
সংগ্রামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মো. গিয়াস উদ্দিন ৬হাজার ২শত ৪৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি নৌকা প্রতীকে মো. আ. মান্নান ৬হাজার ৭৪ ভোট পেয়েছেন।
লক্ষিন্দরে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মো. সাইদুর রহমান ৭হাজার ৩শত ৭২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মো. এস্কান্দর হক ৬হাজার ৩শত ৩০ভোট পেয়েছেন।
ধলাপাড়ায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের মো. শফিকুল ইসলাম ৭হাজার ৬শত ৭৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মো. এজহারুল ইসলাম ভূঁইয়া মিঠু ৭হাজার ২শত ৮৯ভোট পেয়েছেন।
উপজেলা পরিষদ সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা মো. মহিউদ্দিন ও শরিফা বেগম।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post