মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতাঃ টাঙ্গাইলের ঘাটাইলে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
এসময় নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইমলাম লেবু, পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেন, জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি। এসময় নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা প্রদান করেন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা। সন্ধানপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহয়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ করা হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post